Sunday, January 8, 2023

কমিউনিস্ট নেতা হোসে মারিয়া সিসন প্রয়াত হয়েছেন

 

                                                          হোসে মারিয়া সিসন

 

ডিসেম্বর ২০, ২০২২

By অজয় রায়

বিপ্লবী নেতা হোসে মারিয়া সিসন শেষ নিশ্বাস ত্যাগ করেন গত ১৬ই ডিসেম্বর রাত ৮.৪০টায় (১২৪০ জিএমটি) নেদারল্যান্ডসের উটরেক্টে[] আগের দুই সপ্তাহ তিনি হাসপাতালে ভর্তি ছিলেনতাঁর বয়স হয়েছিল ৮৩ বছর

সিসন (কা জোমা) ১৯৬৮ সালে ফিলিপিন্সের কমিউনিস্ট পার্টি (সিপিপি) প্রতিষ্ঠা করেনতিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানতখন থেকেই সেদেশের নয়া গণতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দিয়ে আসছিলেন১৯৮৬ সালে কারাবাস থেকে মুক্ত হন তিনি[] ঐ দশকের শেষের দিক থেকেই অবশ্য তাঁকে ইউরোপে বাস করতে হয়তবে তিনি ছিলেন সিপিপির শিক্ষক ও পথপ্রদর্শক - নেতৃত্ব

প্রসঙ্গত উল্লেখ্য, সিপিপি ফিলিপিন্সে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেতার রাজনৈতিক শাখা ন্যাশনাল ডেমক্র্যাটিক ফ্রন্টআর সামরিক শাখা নিউ পিপলস্আর্মিসিসন ফিলিপিন্সের বাস্তবতায় এমএলএম মতাদর্শের সৃজনশীল প্রয়োগ ঘটানসেদেশের বিপ্লবের তাত্ত্বিক ভিত্তি রচনা করেনতিনি ছিলেন একাধারে মার্কসবাদী তাত্ত্বিক-লেখক-কবি এবং বিপ্লবী-সংগঠক-নেতৃত্বএকদা ফিলিপিন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেনপ্রিজন অ্যান্ড বিয়ন্ডকবিতা গ্রন্থ রচনা করে সাউথইস্ট এশিয়ান রাইটার্স অ্যাওয়ার্ডে ভূষিত হন[] আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে এবং সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামেও তাঁর উল্লেখযোগ্য অবদান আছে ফিলিপিন্সের মেহনতি জনসাধারণ তৎসহ দেশ-বিদেশের বিভিন্ন বিপ্লবী শক্তির পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে

২০/১২/২০২২

তথ্যসূত্র:

[] “Self-exiled Philippine communist leader Sison dies at 83”, Dec 17, 2022, Reuters

https://www.reuters.com/world/asia-pacific/self-exiled-philippine-communist-leader-sison-dies-83-2022-12-17/

[] Seth Mydans, “Jose Maria Sison, Philippine Communist Party Founder, Dies at 83”, Dec 19, 2022, The New York Times

https://www.nytimes.com/2022/12/19/world/asia/jose-maria-sison-dead.html  

[] ibid

 

---

 

Progressive Social Movements and Activists

Ajay Roy A few days ago, one of my friends was talking about various personal problems in life. How they have blocked his scope of social ac...