অজয় রায়
১৯শে নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন। ৪০টি কৃষক ইউনিয়ন ও সমিতির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা অবশ্য বলেছে, ‘‘তাঁরা অপেক্ষা করবেন এই ঘোষণা সংসদীয় পদ্ধতির মাধ্যমে কার্যকর হওয়ার জন্য। যদি তা হয়, সেটা হবে এক ঐতিহাসিক জয়’’। তবে তাঁরা এও জানিয়েছেন, সকল কৃষকদের জন্য সমস্ত কৃষিপণ্যের লাভজনক দামের বিধিবদ্ধ নিশ্চিতকরণের দাবি এখনও পূরণ হয়নি। বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিও রয়েছে। যা আদায়ের জন্য তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের মতে, তিনটি কৃষি আইন প্রত্যাহারের জন্য সংসদে একটি বিল আনতে হবে সরকারকে।