Friday, November 26, 2021

কৃষক আন্দোলনের চাপে কৃষি আইন প্রত্যাহার করলো মোদী সরকার

 অজয় রায়


     ১৯শে নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন। ৪০টি কৃষক ইউনিয়ন ও সমিতির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা অবশ্য বলেছে, ‘‘তাঁরা অপেক্ষা করবেন এই ঘোষণা সংসদীয় পদ্ধতির মাধ্যমে কার্যকর হওয়ার জন্য। যদি তা হয়, সেটা হবে এক ঐতিহাসিক জয়’’ তবে তাঁরা এও জানিয়েছেন, সকল কৃষকদের জন্য সমস্ত কৃষিপণ্যের লাভজনক দামের বিধিবদ্ধ নিশ্চিতকরণের দাবি এখনও পূরণ হয়নি। বিদ্যু সংশোধনী বিল প্রত্যাহারের দাবিও রয়েছে। যা আদায়ের জন্য তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের মতে, তিনটি কৃষি আইন প্রত্যাহারের জন্য সংসদে একটি বিল আনতে হবে সরকারকে। 

     কেন্দ্রের বিজেপি সরকার নয়া-উদারবাদী নীতি অনুসরণ করছে। তারা গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি আইন পাস করেছিল ফারমার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রোমোশন অ্যান্ড ফেসিলিটেশন) অ্যাক্ট, ২০২০; ফারমার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) এগ্রিমেন্ট অব প্রাইস অ্যাসিওরান্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট, ২০২০; এবং এসেনশিয়াল কমোডিটিজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২০। এই আইনগুলি কৃষক বিরোধী, যা কৃষিক্ষেত্রে কর্পোরেটের নিয়ন্ত্রণ কায়েম করবে বলে অভিযোগ ওঠে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি ও রাজস্থানের মতো রাজ্যগুলিতে কৃষকরা বিক্ষোভে নামেন। ক্রমে দেশের নানা প্রান্তে লক্ষ লক্ষ কৃষক এই আন্দোলনে সামিল হন ফলে এবছরের গোড়ায় সরকার কৃষি আইনে স্থগিতাদেশ জারি করতে বাধ্য হয়।

     আগামী বছরে কৃষিপ্রধান পাঞ্জাব ও উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচন। এরমধ্যে কৃষকদের ব্যাপক বিক্ষোভে স্পষ্টতই বিজেপি শঙ্কিত। কৃষকরা রাজধানী দিল্লির সীমান্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এক বছরেরও বেশি সময় ধরে বিজেপি সরকারের হুমকি, দমন-পীড়ন ও অপপ্রচারকে সাহসিকতার সঙ্গে রুখে দিয়েছেন তাঁরা। ধারাবাহিক ভাবে ঐক্যবদ্ধ গণআন্দোলন করে চলেছেন লড়াইয়ে ইতিমধ্যেই প্রায় ৭০০ কৃষক শহিদ হয়েছেন। যখন উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের হত্যাও করা হয়েছে।

     আর লক্ষণীয় যেটা, তা হল আন্দোলনকারীরা সমাজের নানা অংশের সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন। বিজেপি বিরোধী প্রচার চালিয়ে ভোটের রাজনীতিতেও প্রভাব ফেলেছেন। শান্তিপূর্ণ প্রচার-আন্দোলন, দেশব্যাপী ধর্মঘট থেকে শুরু করে জঙ্গি গণআন্দোলনের মতো লড়াইয়ের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। বিজেপি-বিরোধী দলগুলিও তাঁদের সমর্থন জোগাতে বাধ্য হয়েছে। কৃষক আন্দোলন দেশজুড়ে প্রসার লাভ করেছে। আর কেবল কৃষি আইন বাতিলের লড়াইয়ের মধ্যেই তা সীমাবদ্ধ নেই বরং ফ্যাসিবাদী মোদী সরকার বিরোধী সমস্ত লড়াই আন্দোলনকেই অনুপ্রাণিত করছে কৃষক আন্দোলনের এই সাফল্য

     তবে এখনও দেশের কৃষিতে সঙ্কট গভীর কৃষকরা আত্মহত্যা করে চলেছেন। এর সমাধানে প্রয়োজন ফসলের লাভজনক মূল্য ও বাজার সুনিশ্চিত করা এটা সরকারের দায়িত্ব। পরিবেশবান্ধব কৃষিকাজ, পরিকাঠামো উন্নয়ন, কৃষিতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি আর আমূল ভূমিসংস্কার জরুরি তার জন্য রাস্তায় নেমে আন্দোলনই এখন পথ দেখাতে পারে।

২৬/১১/২০২১

No comments:

Post a Comment

How Can Activists Do Public Speaking?

Ajay Roy Most people become nervous when they go for public speaking. It is an important communication skill. But many activists cannot do t...