Sunday, October 17, 2021

পেরুর শাইনিং পাথ দলের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজমান'র মৃত্যু ঘটেছে

 


Ajay Roy

গত১১ইসেপ্টেম্বরপেরুর কাল্লাও নৌঘাঁটিতে বন্দি অবস্থায় আবিমায়েল গুজমান (কমরেড গঞ্জালো) মৃত্যুবরণ করেনতিনি গত২৯বছর কারারুদ্ধ ছিলেন। রাজনৈতিক বন্দিদের মানবাধিকার সংক্রান্ত বিধি ও রীতি এক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে এবং তাঁকে উপযুক্ত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে হত্যা করা হয়েছে বলেও মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। 

গুজমানপেরুভিয়ান কমিউনিস্ট পার্টি (শাইনিং পাথ)-এরপ্রতিষ্ঠাতা। তিনি কমরেডগঞ্জালোনামেওপরিচিত ছিলেন।১৯৩৪ সালে মোলেন্ডো শহরে তাঁর জন্ম হয়যৌবনেই তিনি কমিউনিস্ট আন্দোলনের প্রতি আকৃষ্ট হনপেরুরআয়াকুছোয় হুয়ামাঙ্গা জাতীয় বিশ্ববিদ্যালয়েড: গুজমান দর্শনে অধ্যাপনা করেনপরবর্তীকালে তিনি চীনের সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হন। পেরুর কমিউনিস্ট আন্দোলনকে পুনর্সংগঠিত করেন তিনিআর১৯৬৯সালে প্রতিষ্ঠা করেনপেরুভিয়ান কমিউনিস্ট পার্টি (শাইনিং পাথ)তিনি ছিলেন ঐ দলের চেয়ারম্যান। তখন পেরুতে মার্কিন মদতপুষ্ট সামরিক শাসন চলছিল। 

১৯৮০সালে পেরুতে সশস্ত্র শ্রেণী সংগ্রামের সূচনা করে শাইনিং পাথ[] সাম্রাজ্যবাদ ও সেদেশের শাসক শ্রেণীকে নিশানা করে।নয়াগণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার লক্ষ্য ঘোষণা করেতাঁদের আন্দোলনব্যাপক আকার ধারণ করে।

কিন্তু১৯৯২ সালের ১২ই সেপ্টেম্বরলিমাতে গুজমান গ্রেফতার হনতাঁকে পরবর্তী২৯ বছরকারারুদ্ধ রাখা হয়।তাঁর বারংবার বিচার হয়। তবে সেই বিচারের বৈধতা নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। সাম্প্রতিককালেও দেশ বিদেশের মানবাধিকার সংগঠনগুলি সহ নানা পক্ষের থেকে তাঁর মুক্তির যে দাবি করা হয়, পেরুর বর্তমান বামপন্থীসরকার তা উপেক্ষা করে। 

শীর্ষনেতাদের গ্রেপ্তার হওয়ার পর শাইনিং পাথ দলক্রমে দুর্বল হয়ে যায়তবেতাঁরা এখনও পেরুরমূলত গ্রামীণ অপুরিমাক, এনে এবং মানতারো নদী উপত্যকা (ভিআরএইএম) অঞ্চলে সক্রিয় রয়েছে।[]

১৯৮০ সাল থেকে পরবর্তী দুই দশকের মধ্যে পেরুতে অভ্যন্তরীণ সংঘর্ষে প্রায় ৬৯,০০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। পেরুভিয়ান ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের (পিটিআরসি) মতে, যতজন শাইনিং পাথের দ্বারা নিহত হন, সামরিক স্বৈরশাসক ফুজিমোরির সেনা-কমান্ডোদের হাতে কমপক্ষে ততজন মানুষ মারা যান।[]

পেরুর বিপ্লবী সংগ্রামে আবিমায়েল গুজমানর (কমরেড গঞ্জালো) অবদানকে সেদেশের কমিউনিস্টদের একাংশ গঞ্জালো চিন্তা রূপে অভিহিত করেন।কমিউনিস্টদের আন্তর্জাতিক সংগঠন রেভলিউশনারি ইন্টারন্যাশনাল মুভমেন্টগঠনেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনিসর্বহারার বিজ্ঞানে মাও সে-তুঙ-এর অবদানকে মার্কসবাদের তৃতীয় ও উচ্চতর পর্যায় রূপে মাওইজম পরিভাষায়প্রথমঅভিহিতকরার উদ্যোগ নেন যারা,তাঁদের অন্যতম ছিলেন তিনিএমএলএম মতাদর্শের প্রসারেও উল্লেখযোগ্য ভূমিকা নেন। 

তবে বামপন্থী পর্যবেক্ষকদের একাংশের মতে, কোন কোন মহল থেকে গঞ্জালো চিন্তাকে সার্বজনীন বলে যে দাবি করা হয় তা যুক্তিযুক্ত নয়শাইনিং পাথের একাংশের মধ্যে কিছু গোঁড়ামি এবং ব্যক্তিপূজার ঝোঁকও দেখা দিয়েছিল তাছাড়া যুক্তফ্রন্টের কৌশলকে উপযুক্তভাবে ব্যবহার করার ক্ষেত্রে গুজমানর (কমরেড গঞ্জালো) দুর্বলতা ছিল১৯৯০ সালের মধ্যেই জনফৌজের শক্তিকেএবং শহুরে অভ্যুত্থানের সম্ভাবনাকে অতিরিক্ত বড়করেদেখেছিলেন তিনিশাইনিং পাথের সংগ্রামের অভিজ্ঞতার ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক থেকেই বামপন্থীদের শিক্ষা গ্রহণ করার বিষয়ে বামপন্থী বিশ্লষকদের একাংশ গুরুত্ব আরোপ করেছেন 

পেরু সহ বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন বামপন্থী দল ও সংগঠন কমিউনিস্ট নেতা আবিমায়েল গুজমান'র (কমরেড গঞ্জালো) হত্যার প্রতিবাদ করেছেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন

১৫/০৯/২০২১

তথ্যসূত্র:

[] ‘‘Abimael Guzman, head of Peruvian rebel group Shining Path, dies’’, September 11, 2021, ALJAZEERA

https://www.aljazeera.com/news/2021/9/11/abimael-guzman-head-of-peruvian-rebel-group-shining-path-dies

[] “Shining Path leader dies of pneumonia in Peruvian prison”, September 12, 2021, La Prensa Latina Media

https://www-laprensalatina-com.cdn.ampproject.org/v/s/www.laprensalatina.com/shining-path-leader-dies-of-pneumonia-in-peruvian-prison/amp/?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQKKAFQArABIIACAw%3D%3D#aoh=16337894520718&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fwww.laprensalatina.com%2Fshining-path-leader-dies-of-pneumonia-in-peruvian-prison%2F

[] Peter Koenig, ‘‘Peru at the brink of civil war? The uprising of the dispossessed’’, June 22, 2021, MR Online

https://mronline.org/2021/06/22/peru-at-the-brink-of-civil-war-the-uprising-of-the-dispossessed/

No comments:

Post a Comment

Progressive Social Movements and Activists

Ajay Roy A few days ago, one of my friends was talking about various personal problems in life. How they have blocked his scope of social ac...