Friday, December 9, 2022

ইরানে গণবিক্ষোভ চলছে




অজয় রায়

গত এগারো সপ্তাহ ধরে প্রতিবাদ আন্দোলন চলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে সরকারি দমন পীড়ন সত্ত্বেও বিক্ষোভকারীদের নিরস্ত করা যায়নি। বরং এই আন্দোলন ব্যাপক আকার নিয়েছে। এর মধ্যেই সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের অ্যাটর্নি জেনারেল মহম্মদ জাফর মনতাজেরি সম্প্রতি জানিয়েছেন, ইরান সরকার নীতি পুলিস বিলুপ্ত করছে; আর হিজাব আইন পুনর্বিবেচনা করতে চলেছে তবে তার এই বক্তব্য সরকারি সংস্থাগুলির দ্বারা এখনও অনুমোদিত হয়নি। এদিকে, পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলিও পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারকে ফেলে দিতে ষড়যন্ত্র করছে

 

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর তেহরানে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনিকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল, তিনি সরকারি নির্দেশনা অনুসারে ‘যথাযথভাবে’ হিজাব পরেননি। নীতি পুলিসের প্রহারে তাঁর মৃত্যু হয় তিন দিন পর তখন থেকেই গণবিক্ষোভ শুরু হয় প্রথমে পশ্চিম ইরানের কুর্দিস্তান প্রদেশে। আর ক্রমে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে যাতে তরুণ প্রজন্মের বিপুল অংশগ্রহণ লক্ষণীয়। বিশেষত মহিলারা লড়াইয়ে সামনের সারিতে রয়েছেন। জনসমক্ষে হিজাব খুলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিক্ষোভের মূল স্লোগান হলো‘নারী, জীবন, স্বাধীনতা’।

 

সেদেশের স্কুল কলেজ  বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পথে নেমেছেন। শিক্ষক এবং অভিভাবকরা সামিল হয়েছেন পেট্রোরসায়ন শিল্পের শ্রমিকরা কর্মবিরতি পালন করে প্রতিবাদে অংশ নিয়েছেন। প্রখ্যাত শিল্পী ও ক্রীড়াবিদদের একাংশও সরব হয়েছেন। সরকার অবশ্য দমন-পীড়ন চালাচ্ছে। দেশব্যাপী বিক্ষোভে ইতিমধ্যেই ৪৭০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।[1] আহত হয়েছেন শত শত মানুষ আর গ্রেপ্তার হয়েছেন ১৮,২০০ জন বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে

 

ইরানের সরকার ধর্মীয় মৌলবাদী দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে লিঙ্গ বৈষম্যমূলক নীতি নিয়ে চলেছে। যার ফলে নারীরা প্রান্তিক হয়ে পড়ছেন এর বিরুদ্ধে সেদেশের মহিলাদের প্রতিরোধ আন্দোলনের দীর্ঘ ইতিহাসও অবশ্য রয়েছে। তবে বর্তমানে এই বিক্ষোভ আর কেবল নারীর অধিকারের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই। তার সঙ্গে বিভিন্ন আর্থ-সামাজিক বিষয়ও যুক্ত হয়েছে। স্পষ্টতই, সাধারণ মানুষ ামাজিক ও গণতান্ত্রিক অধিকার চান। কিন্তু তাঁদের প্রগতিশীল সংস্কারের আশা পূরণ তো হয়ইনি, বরং বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি’র আামলে রক্ষণশীল ও প্রতিক্রিয়াশীলদের তৎপরতা আরও বেড়েছে।

 

ইরানের নিপীড়ক ধর্মতান্ত্রিক সরকার শরিয়া আইনেঅধীনে মহিলাদের হিজাব পরতে বাধ্য করতে চায় এদিকে, ভারতে কর্ণাটক রাজ্যে যেমন মুসলিম ছাত্রীদের কলেজে হিজাব পরর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়; আর তাকে কেন্দ্র করে গৈরিক বাহিনীর সাম্প্রদায়িক তৎপরতা দেখা যায় উভয় ক্ষেত্রেই নারীর অধিকার ও বাছাইর স্বধীনতার উপর আক্রমণ নামি আনা হয় এভাবে পোশাক বিধিকে আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা মানবাধিকার লঙ্ঘন

 

মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার দোসররাও ইরানের সঙ্কট পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে কসুর করছে না তেহরানে পুতুল সরকার বসাতে চায় তারা ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক ছিন্ন করতেও মরিয়া। যখন কর্পোরেট পোষিত মিডিয়ার প্রচারে সেদেশের মানুষের দুরবস্থার কথা বলা হলেও তার জন্য যে  বহুলাংশে দায়ী ইরানের ওপর পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলির আরোপ করা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সে বিষয়টি নিয়ে নীরবতা লক্ষণীয় প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে দেশটির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলেন এর ফলে দেশটি আরও অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছে ওষুধ, খাদ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি জোগাড় করতে গিয়ে ভুগতে হচ্ছে জনসাধারণকে মুদ্রাস্ফীতি ঘটছে বেকারত্ব বাড়ছে যখন প্রতি তিনজনের মধ্যে একজন ইরানি দারিদ্র্যসীমার নিচে বাস করেন।[দেশের সরকারও শাসক শ্রেণীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। জনবিরোধী নয়া উদারনীতি অনুসরণ করে চলেছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন সমাজের নানা অংশের মানুষ বিপুল সংখ্যায় প্রতিবাদে সামিল হয়েছেন এদিকে পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলিও পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারকে ফেলে দিতে চাইছে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে তবে আন্তর্জাতিক মহলের একাংশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন

 

০৮/১২/২০২২

 

তথ্যসূত্র

 

[] Parham Ghobadi, “Iranian protester subjected to mock executions in prison – source”, December 06, 2022, BBC

https://www.bbc.com/news/world-middle-east-63857604

 

[] Elham Hoominfar, ‘‘The main losers of 1979, the creators of the new revolution in Iran’’, October 12, 2022, MR Online

https://mronline.org/2022/10/12/the-main-losers-of-1979-the-creators-of-the-new-revolution-in-iran/

 

---

No comments:

Post a Comment

How Can Activists Do Public Speaking?

Ajay Roy Most people become nervous when they go for public speaking. It is an important communication skill. But many activists cannot do t...