Wednesday, February 22, 2023

মোদী ঘনিষ্ঠ ধনকুবের আদানির জালিয়াতি ফাঁস হিন্ডেনবার্গের রিপোর্টে

 

অজয় রায়

মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ গত মাসের শেষের দিকে একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে তারা অভিযোগ তোলেন, ধনকুবের গৌতম আদানির সংস্থাগুলি শেয়ার দরে কারচুপিতে জড়িত; আর বিভিন্ন দেশে দেয়া কর অবকাশের সুবিধার অপব্যবহার করে। শেয়ার বাজারে আদানির থাকা সাতটি লিস্টেড কোম্পানিরই বিপুল ঋণ আছে এবং বিষয়টি উদ্বেগজনক। রিপোর্টে এই ঘটনাকে "কর্পোরেট ইতিহাসের বৃহত্তম জালিয়াতি" বলে দাবি করা হয়

 

ফলে গত মাসে আদানি এন্টারপ্রাইজের শেয়ার প্রায় পঞ্চাশ শতাংশ হ্রাস পাওয়ার পরে মুম্বইয়ের স্টক এক্সচেঞ্জে এর দর পাঁচ শতাংশ বৃদ্ধি পায়।[১] আদানির বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তির শিরোপাও হাতছাড়া হয়। আদানিরা অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন। তারা এটাকে ভারতের উপর আক্রমণ বলে দাবি করেন। এভাবে জাতীয় পতাকার আড়ালে গা ঢাকা দেওয়ার চেষ্টা চালান। ভাব খানা এমন যেন আদানির স্বার্থ আর দেশের স্বার্থ সমার্থক। এদিকে, ভারতের অর্থনৈতিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি সম্প্রতি জানিয়েছে, হিন্ডেনবার্গের রিপোর্টে তোলা অভিযোগের ভিত্তিতে আদানির মালিকানাধীন সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত আরম্ভ করেছেন তারা।  

প্রসঙ্গত উল্লেখ্য, গৌতম আদানি অত্যন্ত দ্রুত দুনিয়ার অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি হয়ে ওঠেন। বিভিন্ন মহলের থেকেই অভিযোগ উঠেছে, আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হওয়ায় বিশেষ সুবিধা পান। বিজেপি সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে জলের দরে বেসরকারীকরণ করছে, যার সুযোগকে তিনি কাজে লাগিয়েছেন। কয়লা খনি, বিদ্যুৎ উৎপাদন ও প্রেরণ, বন্দর, বিমানবন্দর, সিমেন্ট শিল্প ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক নিয়ন্ত্রণ কায়েম করেছেন। বিদেশে সম্পদ আহরণের ক্ষেত্রেও তাকে সাহায্য করতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিপুল ঋণ দিয়েছে আদানি গোষ্ঠীকে। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি ব্যাপক মাত্রায় বিনিয়োগ করেছে তার সংস্থায়। স্পষ্টতই, ধান্দার ধনতন্ত্রকে (ক্রোনি পুঁজিবাদ) মদত দিচ্ছে ব্রাহ্মণ্যবাদী হিন্দু ফ্যাসিবাদী বিজেপি সরকার। দেশের জনসাধারণের সম্পদ লুঠের পথ করে দিচ্ছে। লক্ষণীয় যেটা, মোদীর শাসনকালের নয় বছরে আদানির সম্পদ ৮০০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ১৩৭০০ কোটি মার্কিন ডলার হয়েছে।[২] বিরোধীরা এই দুর্নীতির উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন।   

 

১৯/০২/২০২৩

 

তথ্যসূত্র

 

[] Annabelle Liang & Nikhil Inamdar, “Adani: India watchdog probing Hindenburg fraud allegations”, February 15, 2023, BBC News
https://www.bbc.com/news/business-64633419

 

[] Arundhati Roy, ‘‘Modi’s model is at last revealed for what it is: violent Hindu nationalism underwritten by big business’’, February 18, 2023, The Guardian
https://www.theguardian.com/commentisfree/2023/feb/18/narendra-modi-hindu-nationalism-india-gautam-adani

 

---

No comments:

Post a Comment

Progressive Social Movements and Activists

Ajay Roy A few days ago, one of my friends was talking about various personal problems in life. How they have blocked his scope of social ac...