Tuesday, December 19, 2023

Mao Zedong's 130th Birth Anniversary: His Ideology and Its Current Relevance



Mao Zedong

Mao Zedong's 131st Birth Anniversary: His Ideology and Its Current Relevance

Dt. 26.12.23

Mao Zedong was the founder of modern China. He was a communist leader as well as philosopher. He led revolution in China. 

 

His Contribution in the three components of Marxism i.e. philosophy, political economy and socialism is remarkable. That developed Marxism-Leninism to its next higher phase - MLM. His Ideology has universal significance. 

 

His teachings inspire struggling masses around the globe. Also guides the way to socialism and communism.

 

------------------------------------

 

Mao Zedong's 130th Birth Anniversary: His Ideology and Its Current Relevance 

Date of Publication: 20.12.23 

Last Updated: 04.01.24

 

Mao Zedong's life is inspiring.

 

His led Chinese Revolution.

 

Mao Zedong's Ideology was formed on the way. 

 

His Contribution to the Three Components of Marxism is remarkable.

He developed Philosophy, Political Economy and Socialism farther. 

 

MLM is the result.

 

It is Relevant even today.


------------------  


মাও সে-তুং

 

মাও সে-তুং সর্বহারা শ্রেণী ও নিপীড়িত জনসাধারণকে নেতৃত্ব দেন। তিনি ছিলেন দার্শনিক, তাত্ত্বিক, সমরবিদ এবং শিক্ষক। 

 

চীন  বিপ্লব ও তার পরবর্তী নির্মাণে নেতৃত্ব দেন তিনি। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে লড়াই চালান। সংশোধনবাদীদের মুখোশ খুলে দেন। 

 

মার্কসবাদ-লেনিনবাদের তিনটি মূল অঙ্গ  অর্থাৎ দর্শন, রাজনৈতিক অর্থনীতি ও সমাজতন্ত্রের গুরুত্বপূর্ণ বিকাশ ঘটান তিনি। যে অবদানের সার্বজনীন তাৎপর্য আছে। ফলে মার্কসবাদ-লেনিনবাদ এক নতুন পর্যায়ে - সংহত রূপে  এমএলএম মতাদর্শে উত্তীর্ণ  হয়। 

 

বর্তমানে যখন সাম্রাজ্যবাদ, ধনবাদ ও সামন্তবাদ, সকল প্রতিক্রিয়াশীল শক্তি দেশে দেশে জনসাধারণের উপর আক্রমণ নামিয়ে আনছে, এর বিরুদ্ধে লড়াইতে এমএলএম মতাদর্শ আমাদের পথ দেখাচ্ছে।

 

নয়া গণতান্ত্রিক বিপ্লব ভারতের মতো দেশগুলিতে জরুরি। যা ভবিষ্যতে সমাজতন্ত্রের মধ্যদিয়ে সাম্যবাদী সমাজ গড়ার পথ প্রশস্ত করতে পারে। মাও সে-তুংর আদর্শ  ও অবদান সেই উদ্যোগে প্রেরণা জোগায়।

No comments:

Post a Comment

Progressive Social Movements and Activists

Ajay Roy A few days ago, one of my friends was talking about various personal problems in life. How they have blocked his scope of social ac...