Friday, November 26, 2021

Modi Government Repealed Three Farm Laws under Pressure of Farmers’ Movement

Ajay Roy

On 19th November, Indian Prime Minister Narendra Modi declared the withdrawal of three farm laws. Samyjukta Kisan Morcha (SKM), the umbrella organization of 40 farmers’ unions and associations stated that they “will wait for the announcement to take effect through due parliamentary procedures. If this happens, it will be a historic victory’’. They said their demand for a statutory guarantee of remunerative prices for all agricultural produce and for all farmers is not fulfilled yet. They also demand the withdrawal of the Electricity Amendment Bill. According to the constitution and legal experts also, the government will have to bring a bill in parliament to repeal the three farm laws. Meanwhile, farmers’ collective SKM have decided to continue their movement. They will go ahead with peaceful tractor march to Parliament, every day during the Winter Session. 

কৃষক আন্দোলনের চাপে কৃষি আইন প্রত্যাহার করলো মোদী সরকার

 অজয় রায়


     ১৯শে নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন। ৪০টি কৃষক ইউনিয়ন ও সমিতির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা অবশ্য বলেছে, ‘‘তাঁরা অপেক্ষা করবেন এই ঘোষণা সংসদীয় পদ্ধতির মাধ্যমে কার্যকর হওয়ার জন্য। যদি তা হয়, সেটা হবে এক ঐতিহাসিক জয়’’ তবে তাঁরা এও জানিয়েছেন, সকল কৃষকদের জন্য সমস্ত কৃষিপণ্যের লাভজনক দামের বিধিবদ্ধ নিশ্চিতকরণের দাবি এখনও পূরণ হয়নি। বিদ্যু সংশোধনী বিল প্রত্যাহারের দাবিও রয়েছে। যা আদায়ের জন্য তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের মতে, তিনটি কৃষি আইন প্রত্যাহারের জন্য সংসদে একটি বিল আনতে হবে সরকারকে। 

Progressive Social Movements and Activists

Ajay Roy A few days ago, one of my friends was talking about various personal problems in life. How they have blocked his scope of social ac...